মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

 আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ


রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম/বলেছেন,


বায়ু আল্লাহর অন্যতম রহমত। তা কখনো শান্তি বয়ে আনে আবার কখনো আ'যা'ব নিয়ে আসে। সুতরাং বাতাস প্রবাহিত হতে দেখলে তোমরা তাকে গা'লাগা'লি দিবে না, বরং আল্লাহর নিকট এর কল্যান চাইবে এবং তার খা'রাবী হতে আল্লাহর নিকট মুক্তি প্রার্থনা করবে।


(সুনানে আবু দাউদ, হাদিস নং: ৫০৯৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মু‘জিযা সমূহ পর্যালোচনা

  মু‘জিযা সমূহ পর্যালোচনা মু‘জেযা সমূহ মূলতঃ নবুঅতের প্রমাণ স্বরূপ। যা দু’ভাগে বিভক্ত। (১) আধ্যাত্মিক (معنوية) এবং (২) বাহ্যিক (حسية)। আধ্যা...