সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জনগণের অবগতির জন্য


 জনগণের অবগতির জন্য ✨


জামালপুর পৌরসভা নাগরিক সেবার ধারাবাহিকতায় সড়কবাতি রক্ষণাবেক্ষণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জন্ম ও মৃ'ত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে আসছে ✅


🛑 রাতে সড়কবাতি না জ্বললে চলাফেরায় বিঘ্ন ঘটে, মসজিদে যাতায়াত ব্যাহত হয় এবং চুরি-ছি'ন'তা'ই'সহ অপরাধের ঝুঁকি বাড়ে।

🛑 ময়লা-আবর্জনার কারণে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায় এবং বর্ষাকালে বৃষ্টির পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

🛑 জন্ম ও মৃ'ত্যু নিবন্ধন আ'ই'ন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃ'ত্যু'র ক্ষেত্রে অবিলম্বে মৃ'ত্যু নিবন্ধন করা নাগরিক দায়িত্ব ও আইনি বাধ্যবাধকতা।


📌 তাই নাগরিক সেবা যথাসময়ে পেতে এবং সমস্যা সমাধানে নিম্নোক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য পৌরসভার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে—


👶 জন্ম ও মৃ'ত্যু নিবন্ধনের জন্য

👉 নিয়তী রানী নাহা

স্যানিটারী ইন্সপেক্টর

📞 ০১৭১৫৪৭০৫৬৭


💡 সড়কবাতির জন্য

👉 নুর মোহাম্মদ

উপঃ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

📞 ০১৭৫৩২৮৬৪১৫


🧹 ময়লা-আবর্জনা পরিষ্কার ও শহর পরিচ্ছন্ন রাখার জন্য

👉 মোঃ শফিকুল ইসলাম সবুজ

কঞ্জারভেন্সি ইন্সপেক্টর

📞 ০১৯১৬৬৪৫২৯৬


🌿 নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, আলোকিত ও সুস্থ জামালপুর 🌿

প্রিয় জামালপুর শহর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মু‘জিযা সমূহ পর্যালোচনা

  মু‘জিযা সমূহ পর্যালোচনা মু‘জেযা সমূহ মূলতঃ নবুঅতের প্রমাণ স্বরূপ। যা দু’ভাগে বিভক্ত। (১) আধ্যাত্মিক (معنوية) এবং (২) বাহ্যিক (حسية)। আধ্যা...