৫ আগস্ট ২০২৪........
আজ সেই দিন—যেদিন আমরা হারিয়েছি শত সহস্র সাহসী হৃদয়।
তারা চেয়েছিলো ন্যায়ের একটুকরো আলো...
কিন্তু পেয়েছিলো গুলি, রক্ত, আর বিষাদের প্রতিধ্বনি।জীবনের বিনিময়ে শিখিয়ে গেছে কেমন হয় ভালোবাসা দেশের প্রতি। একটি স্বপ্ন দেখাতে গিয়ে হারিয়ে গেলো শত শত প্রাণ,
কিন্তু সেই স্বপ্ন আজ আমাদের বুকের ভিতর জ্বলে।
রক্তে রাঙা রাস্তাগুলো সাক্ষী হয়ে আছে তাদের সাহসের,
তাদের ত্যাগেই জন্ম নিয়েছিল নতুন এক সূর্য।
আমরা ভুলে যাই অনেক কিছু, কিন্তু তাদের নয়—
কারণ, ওরা প্রাণ দিয়েছিলো আমাদের আগামীকাল গড়তে।
> "তারা আর ফিরেনি ঘরে সেদিন, হয়তো আর ফিরবেনা কোনো দিন।
তারা ইতিহাসের ভেজা পৃষ্ঠা হয়ে গেছে।
তাদের রক্তে লেখা থাকবে—আমরা কেমন করে জেগে উঠি।"
ঢাকা, যাত্রাবারি, চানখারপুল, রাজশাহী, খুলনা, কুমিল্লা, —সর্বত্র ছড়িয়ে ছিলো তাদের শেষ নিঃশ্বাস।
আমরা আজ শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের:
যারা প্রাণ দিয়েছিলো আমাদের আগামীকাল গড়তে।
🖤 তারা হারিয়ে যায়নি,
📜 তারা লিখে গেছে এক নতুন ইতিহাস ।
🤲আল্লাহ তাদের জান্নাত নসিব করুন । আমিন 🤲❤️🩹😒

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন