বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

হযরত শাহ্ কামাল (র.), যার মাজার শরিফ


 আমাদের মেলান্দহের মাটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে আলোকিত করে রেখেছেন অনেক পীর-আউলিয়া ও সাধক পুরুষ। তেমনই একজন মহান ব্যক্তিত্ব হলেন হযরত শাহ্ কামাল (র.), যার মাজার শরিফ আজ আমাদের উপজেলার এক অন্যতম ঐতিহাসিক এবং পবিত্র তীর্থস্থান।


জানা যায়, প্রায় ৪০০ বছর আগে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই মহান সাধক আমাদের এই অঞ্চলে এসেছিলেন। তাঁর আগমনে এই এলাকার মানুষের জীবনযাত্রায় এবং সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন আসে। পুরানো ব্রহ্মপুত্র নদের তীরে, দরমুঠ গ্রামের এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশেই তিনি তাঁর শেষ দিনগুলো কাটিয়েছিলেন।


প্রতি বছর ২৬শে ফাল্গুন এখানে যে ওরস শরিফ অনুষ্ঠিত হয়, তা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের মেলান্দহের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা।


আসুন, আমরা আমাদের এলাকার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানটির যথাযথ সম্মান রক্ষা করি এবং এর পেছনের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে উৎসাহিত করি।


এই মাজার শরিফকে ঘিরে আপনাদের কোনো বিশেষ স্মৃতি বা তথ্য জানা থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।


#প্রিয়মেলান্দহ #মেলান্দহেরঐতিহ্য #হযরতশাহকামাল #জামালপুর"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মু‘জিযা সমূহ পর্যালোচনা

  মু‘জিযা সমূহ পর্যালোচনা মু‘জেযা সমূহ মূলতঃ নবুঅতের প্রমাণ স্বরূপ। যা দু’ভাগে বিভক্ত। (১) আধ্যাত্মিক (معنوية) এবং (২) বাহ্যিক (حسية)। আধ্যা...