রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

লোকেশন: জগন্নাথগঞ্জ বাজার, সরিষাবাড়ী, জামালপুর।


 “প্রতিটি স্টেশন শুধু যাত্রার নয়, গল্পেরও সাক্ষী…

জগন্নাথগঞ্জবাজার রেলওয়ে স্টেশন তারই প্রমাণ।” ✨


এক সময় এই স্টেশনটি পরিচিত ছিল “অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন” নামে।

সম্প্রতি ৫ই আগস্টের পর বাংলাদেশ রেলওয়ে এটি পরিবর্তন করে ফিরিয়ে এনেছে তার প্রাচীন নাম — “ঐতিহাসিক জগন্নাথগঞ্জ বাজার স্টেশন”।


🔸 অতীতে এটি যমুনা নদীর ঘাটে অবস্থিত ছিল এবং গুরুত্বপূর্ণ ঘাট হিসেবে ব্যবহৃত হতো।

🔸 বঙ্গবন্ধু সেতু চালুর পর পুরনো স্টেশনটি পরিত্যক্ত হয়ে যায়।

🔸 পরে মূল রেললাইন থেকে দূরে তৈরি হয় নতুন স্টেশন, যেটির নাম ছিল অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন।

🔸 এখন সেই স্টেশন নতুন নামে— জগন্নাথগঞ্জ বাজার স্টেশন— থেকে ট্রেন চলাচল করছে। 🚆


📍 লোকেশন: জগন্নাথগঞ্জ বাজার, সরিষাবাড়ী, জামালপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মু‘জিযা সমূহ পর্যালোচনা

  মু‘জিযা সমূহ পর্যালোচনা মু‘জেযা সমূহ মূলতঃ নবুঅতের প্রমাণ স্বরূপ। যা দু’ভাগে বিভক্ত। (১) আধ্যাত্মিক (معنوية) এবং (২) বাহ্যিক (حسية)। আধ্যা...